ঢাকা: বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ বছর খুবই সীমিত পরিসরে হজ হবে। এ কারণে বাংলাদেশসহ অন্যান্য সব দেশ থেকে এবার হজযাত্রা বন্ধ থাকবে।
এদিকে, বাংলাদেশ থেকে হজে যাওয়ার নিবন্ধনকৃত মুসল্লিদের টাকা নিয়ে ধর্ম সচিব নূরুল ইসলাম সাংবাদিকদের জানান, চলতি বছর যারা হজের নিবন্ধনের টাকা জমা দিয়েছেন, তাদের টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে। যেভাবে তাঁরা (হজের জন্য নিবন্ধিত ব্যক্তি) টাকা জমা দিয়েছিলেন, সেভাবেই টাকা ফেরত নেবেন। তবে টাকা তোলার ক্ষেত্রে যেন সবাই একসঙ্গে ভিড় না করেন, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে যেন টাকা তোলা হয়, সে বিষয়টি দেখা হবে।
মঙ্গলবার (২৩ জুন) সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
ধর্ম সচিব আরো বলেন, আগামীকাল বুধবার সকাল ১১ টায় আন্ত:মন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। সেই সভা থেকেই কীভাবে কী করতে হবে, তা বলে দেওয়া হবে। অর্থাৎ নিবন্ধিতদের কিভাবে টাকা ফেরত দেয়া হবে তার সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, যারা টাকা তুলবেন না, তারা আগামী বছর হজে যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। যারা চাইবেন তারা ব্যাংক থেকে টাকা তুলে নিতে পারবেন।
সোমবার (২২ জুন) সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করেছে।
সৌদি সরকারের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন দেশের মুসলিম যারা বর্তমানে সৌদি আরবে বসবাস করছেন, তাদের নিয়েই এবারের হজ অনুষ্ঠিত হবে। বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত কোনও টিকা বা প্রতিষেধক বের হয়নি। এই অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাজিদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়বে। সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই (৯ জিলহজ্ব) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা।
আগামীনিউজ/তরিকুল/এমআর