করোনাভাইরাসের কারণে বন্ধ থাকার পর ইতিমধ্য কাতার ও যুক্তরাজ্যের পর ঢাকা থেকে আরব আমিরাতে ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ফ্লাইট পরিচালনার জন্য এমিরেটস এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে।জানাগেছে, ২১ জুন রোববার থেকে প্রতি সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে মধ্যপ্রাচ্যের এই বিমান সংস্থাটি। সপ্তাহের শনিবার, সোমবার ও বৃহস্পতিবার এসব ফ্লাইট চলাচল করবে।
বেবিচক সূত্রে জানা গেছে, শুধু ট্রানজিট যাত্রীরা এমিরেটসের ফ্লাইটে যেতে পারবেন। আমিরাতে যেসব বাংলাদেশির বসবাসের অনুমতি রয়েছে তারা যেতে পারবেন। তবে শ্রমিকেরা চলাচল করতে পারবেন না। বেবিচক সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঢাকা-দুবাই রুটে ফ্লাইট চলাচল করবে। দুবাই থেকে ইউরোপসহ নির্দিষ্ট রুটের যাত্রী নেওয়া যাবে। কোভিড নেগেটিভ সনদ থাকাও প্রত্যেক যাত্রীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে।
আগামীনিউজ/ইমরান/জেএস