ঢাকা: সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআই) ভাইস-প্রেসিডেন্ট (সহ-সভাপতি) হিসাবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম। আগামী ২০২০-২০২১ মেয়াদের জন্য তাকে এ পদে সার্ক সিসিআই ন্যাশনাল মেম্বার বডি এই মনোনয়ন দিয়েছে। এফবিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফাহিম এখন কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৬টি জাতীয় চেম্বার সংগঠনের প্রতিনিধিত্ব করারও অভিজ্ঞতার রয়েছে তার।শেখ ফজলে ফাহিম যুক্তরাষ্ট্রের সেন্ট অ্যাডওয়ার্ড ইউনিভার্সিটি ইন অস্টিন, টেক্সাস থেকে ইকোনমিকস বিষয়ে স্নাতক এবং পলিটিক্যাল ইকোনমি ইন লিবারেল আর্টস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
আগামীনিউজ/তরিকুল/জেএস