১৫ দিনের জন্য লকডাউনে যাচ্ছে ভাঙ্গা

নিউজ ডেস্ক জুন ১৫, ২০২০, ০৯:২০ পিএম
প্রতিকী ছবি

১৫ দিনের জন্য পুরোপুরি লকডাউনে যাচ্ছে ভাঙ্গা উপজেলা। আজ সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে এ লকডাউন শুরু হচ্ছে। আগামী ৩০ জুন পর্যন্ত এ লকডাউন চলবে। ভাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুর রহমান খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লকডাউন অবস্থায় এই ১৫ দিন শুধুমাত্র ওষুধসহ জরুরি বিষয় ছাড়া আর সব দোকান বন্ধ থাকবে। সড়কেও লোক চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। অকারনে কাউকে বাড়ির বাইরে যেত দেওয়া হবে না।

এ উপজেলার করোনাভাইরাসজনিত পরিস্থিতির অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার থেকে বাজার ও দোকানপাট খোলার সময় পরিবর্তন করা হয়। বৃহস্পতিবার থেকে ভাঙ্গার দোকানপাট খোলার সময়সূচি পরিবর্তন করে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করা হয়। এতেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় পুরোপুরি এ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ভাঙ্গায় করোনাভাইরাস সনাক্ত ও কভিট-১৯ জনিত মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি সুস্থ হয়ে ওঠার সংখ্যা কম থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সম্প্রতি ভাঙ্গায় করোন পরিস্থিতির আশংকাজনক অবনতি ঘটে। ভাঙ্গায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৯ জনের। বর্তমানে ভাঙ্গায় মোট আক্রান্তের সংখ্যা ২২০ জন।

গত বৃহস্পতি ও শুক্রবার ভাঙ্গায় কভিট-১৯ রোগে এক নারীসহ তিন জন মারা গেছেন। এছাড়া সোমবার সকালে এক মুক্তিযোদ্ধাসহ আরও দুইজন মারা গেছে। এ নিয়ে এ উপজেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল আট। এর মধ্যে দুইজন মুক্তিযোদ্ধা । অপরদিকে এ উপজেলায় সুস্থ হওয়ার প্রবণতা কম। এ পর্যন্ত এ উপজেলায় একজন সেবিকাসহ ছয়জন সুস্থ হয়েছেন। ভাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুর রহমান খান জানান, করোনা ভাইরাসজনিত পরিস্থিতি নিয়ন্ত্রণে এ উপজেলা পুরোপুরি লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাত ১২ টা ১ মিনিট থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। লকডাউন চলাকালীন সময়ে আকারণে কাউকে বাড়ির বাইরে যেতে দেওয়া হবে না। প্রস্তুত থাকবে একাধিক ভ্রাম্যমাণ আদালত।

আগামীনিউজ/জেএস