করোনাকালে ভাতাভোগীর সংখ্যা বাড়ছে ১১ লাখ

নিজস্ব প্রতিবেদক জুন ১১, ২০২০, ০৬:১৫ পিএম
সংগৃহীত ছবি

ঢাকাঃ করোনা মহামারিতে অসহায় দরিদ্র প্রবীণ ব্যক্তি, বিধবা ও স্বামী পরিত্যাক্তা নারী এবং প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় বেশির ভাগই ছিল করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের নানামুখী পদক্ষেপ ও এখাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব। এরই অংশ হিসেবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নতুন করে ১১ লাখ ৫ হাজার ভাতাভোগী বাড়ানোর প্রস্তাব করে অর্থ বরাদ্দ রেখেছেন অর্থমন্ত্রী।

মুস্তফা কামাল বলেন, করোনা মহামারির কারণে সর্বাধিক দারিদ্র্যপ্রবণ ১০০টি উপজেলায় বিদ্যমান নীতিমালা অনুযায়ী সকল দরিদ্র প্রবীণ ব্যক্তিকে বয়স্ক ভাতার আওতায় আনা হবে। তাতে ৫ লাখ নতুন উপকারভোগী যুক্ত হবেন। এ জন্য এ খাতে ৩০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। একইভাবে সর্বাধিক দারিদ্র্যপ্রবণ ১০০টি উপজেলায় বিদ্যমান নীতিমালা অনুযায়ী সকল বিধবা ও স্বামী পরিত্যাক্তা নারীকে বিধবা ও স্বামী পরিত্যাক্তা ভাতার আওতায় আনা হবে বলে জানান অর্থমন্ত্রী। এতে ৩ লাখ ৫০ হাজার নতুন উপকারভোগী যুক্ত হবে। এ খাতে ২১০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে।

এছাড়া সর্বশেষ প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ অনুযায়ী ২ লাখ ৫৫ হাজার জন নতুন ভাতাভোগী যুক্ত করে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ভোগীর সংখ্যা ১৮ লাখ জনে বৃদ্ধি করা হবে এবং এ বাবদ ২২৯ কোটি ৫০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দের কথা জানান অর্থমন্ত্রী।

আগামীনিউজ/তরিকুল/জেএস