করোনায় প্রাণ হারালেন পপুলার গ্রুপের চেয়ারম্যান

জুন ১০, ২০২০, ০৮:৫৩ পিএম
সংগৃহীত ছবি

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তার। আজ বিকেল ৫টা ৪৫ মিনিটের সময়ে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তাহেরা আক্তারের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ইয়াসির আহমেদ। তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে পপুলার হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তাহেরা। পরে হার্ট অ্যাটাক হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তার।

আগামীনিউজ/জেএস