করোনাভাইরাসে প্রাণ গেলো ল্যাবএইড হাসপাতালের ডা. সাখাওয়াতের

নিজস্ব প্রতিবেদক জুন ৮, ২০২০, ০৩:৪১ পিএম
ডা. সাখাওয়াত হোসেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন রাজধানীর বেসরকারি ল্যাবএইড হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের কনসালটেন্ট ডা. শাখাওয়াত হোসেন। সোমবার সকাল ৯টার দিকে মারা যান ডা. শাখাওয়াত । ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম এই তথ্য নিশ্চিত করেছেন। দুই সপ্তাহ আগে কোভিড আক্রান্ত হন ডা. শাখাওয়াত। 

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস জানায়, দুই সপ্তাহ আগে ডা. সাখাওয়াত করোনাভাইরাস আক্রান্ত হয়ে বাড্ডার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই ভেন্টিলেশনে থাকা অবস্থায় আজ মারা যান তিনি। ডা. সাখাওয়াতকে নিয়ে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২১ জন চিকিৎসক মারা গেছেন বলেও নিশ্চিত করেছেন এফডিএসআর।

আগামীনিউজ/কামরুল/জেএস