ঢাকা: রাজধানীর ইস্কাটনে জাহাজের এক সাবেক ক্যাপ্টেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম আসাদ চৌধুরী লিটন।
মঙ্গলবার রাতে ১২২/২৩ নম্বর ইস্কাটনের একটি ভবনের ছয় তলা ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রমনা থানার এসআই রাজিউর রহমান।
তিনি বলেন, ওই ফ্ল্যাটটি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীরা বাড়ির দারোয়ানকে বিষয়টি জানায়। দারোয়ান ফ্ল্যাট মালিকের ভাইকে ফোন করলে তিনি এসে দরজা খুলে বিছানায় লিটনকে মৃত অবস্থায় পান। পরে সংবাদ পেয়ে ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
লিটন তার ভগ্নীপতির ফ্ল্যাটে একাই থাকতেন জানিয়ে এসআই বলেন, তার ভগ্নীপতি একজন চিকিৎসক। তিনি নোয়াখালীতে থাকেন। লিটন চট্টগ্রামের একটি জাহাজ কোম্পানিতে ক্যাপ্টেন হিসেবে কর্মরত ছিলেন। দুই বছর আগে তিনি অবসরে যান। ১৫ বছর আগে তার বিবাহ বিচ্ছেদ হয়। তিনি নিউমোনিয়া, ডায়াবেটিস, হৃদরোগসহ নানান ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন।
ধারনা করা হচ্ছে অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুও প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আগামী নিউজ/ আরিফ/ তাওসিফ