বেতনের দাবীতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, এমএসএফের নিন্দা

নিজস্ব প্রতিবেদক মে ৪, ২০২০, ০৪:০৮ পিএম
ছবি: সংগৃহীত

বকেয়া বেতন পরিশোধ ও ছাটাইয়ের প্রতিবাদে সাভার ও  গাজীপুরের পোশাক শ্রমিকদের বিক্ষোভের ঘটনায় নিন্দা প্রকাশ করেছে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।

সোমবার (৪ মে)  সংস্থাটির চেয়ারপার্সন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তিন মাস ধরে বেতন না পেয়ে করােনা সংকট ও রােজার মধ্যে পোশাক শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। এ ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটছেই। এ সময়ে বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম, ময়মনসিংহ, নারায়নগঞ্জ,মানিকগঞ্জ, গাজীপুর, সাভার ও ঢাকার বিভিন্নস্থানে শ্রমিকরা মহাসড়ক অবরােধ ও বিক্ষোভ করে। বৈশ্বিক মহামারি করােনা ভাইরাসের সুযােগ নিয়ে শ্রমিকদের জীবনের নিরাপত্তার বিধান না করে বেতন বকেয়া রেখে, চাকুরিচ্যুতি ও দমননীতি পথ বেছে নিয়েছে গার্মেন্টস মালিক পক্ষ। অথচ শ্রমিকদের বেতন-ভাতা পরিশােধ নিশ্চিতকরণে সরকার মালিকদেরকে ৫ হাজার কোটি টাকা প্রণােদনা দেওয়ার ঘােষনা দিয়েছেন।

শ্রমিক ছাঁটাই বন্ধ করা ও বকেয়া বেতন-বােনাস ততার সাথে পরিশােধ করতে সরকার ও গার্মেন্টস মালিক পক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়েছে সংস্থাটি।

আগামী নিউজ/ মিঠু/ তাওসিফ