গৃহহীন মানুষগুলো কোথায় যাবে?

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৫, ২০২০, ০৭:১৯ পিএম

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

যানবাহন চলাচল সীমিত করার পাশাপাশি বাজার, দোকান বন্ধ হচ্ছে।

করোনা সংক্রামণ থেকে বাঁচতে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ।

করোনায় আতঙ্কিত হলেও নিরুপায় গৃহহীন মানুষগুলো।

রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার‍, মহাখালী ব্রিজসহ বেশ কয়েকটি স্থানে সামান্য তাবু টানিয়ে কিংবা খোলা আকাশের নিচে রাস্তাতেই কাটে তাদের জীবন। করোনা সংক্রমণের এই সময়ে তারা রয়েছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে।

ফার্মগেট ট্রাফিক সিগন্যাল সংলগ্ন ফুটপাতে ৩-৪ বছর ধরে বাস করে আসছে এমনই কয়েকটি পরিবার। হকারদের পেয়ারা, শসা কেটে দেন এসব পরিবারের নারী সদস্যরা। আর পুরুষরা গাড়িতে উঠে এসব বিক্রি করেন। তবে করোনার কারণে বাসে যাত্রী কমায় তাদের আয়ও কমেছে। করোনা সম্পর্কে তারা জানেন।

তাদেরই একজন সাদিক হাসান বলেন, মেট্রোরেল কাজের জন্য পার্ক থেকে উঠায়া দিছে। এখন ফুটপাতে শুই। করোনায় অন্য সবার যা হবে, আমাদেরও তাই হবে।

কাওরান বাজার ওভার ব্রিজের নিচে দেখা যায় কয়েকজনকে। তাদের মাঝে একজন ঘুমের মাঝেই কাশছিলেন। একজনের মুখ ঢাকা ছিল গামছায়। আর দুজনের মুখে কোনো কাপড় ছিল না।

ট্রাফিক পুলিশসহ পথচারীরা এদের নেশাখোর বললেও তাদের পুনর্বাসনের দাবি জানালেন।

আবিদ নামের এক অফিস কর্মী বলেন, এখন শুয়ে আছে কিন্তু নেশার প্রয়োজনে এরা ছিনতাই, চুরি করবে। রাস্তাঘাট ফাঁকা তাই ঝুঁকিও আছে। এদের জরুরি ভিত্তিতে পুনর্বাসন করা দরকার।

আগামীনিউজ/মিঠু/নুসরাত