ঢাকা : করোনাভাইরাস আতঙ্কে দেশবাসীর মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুতের হিড়িক পড়েছে। পুরো মাসের বাজার একসঙ্গে কেনার চেষ্টা করছে অনেকেই। বাজারে নিত্যপণ্যের চাহিদা বেশি হওয়ায় এ সুযোগে দাম বাড়িয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। কৃত্রিম সংকট দেখিয়ে তারা প্রতিটি পণ্যেরদাম বাড়িয়েছে দ্বিগুন-তিনগুন। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।
উদ্ভূত পরিস্থিতিতে অহেতুক আতঙ্কগ্রস্ত হয়ে বাজারের ওপর চাপ তৈরি না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২১ মার্চ) সকালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোট দেয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় সরকার প্রধান আরো বলেন, দেশে যথেষ্ট খাদ্যের মজুত আছে। সুতরাং কেউ আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই।
আগামীনিউজ/মিজান