পুলিশের চেষ্টায় ভয়াবহ আগুন থেকে রক্ষা

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৪, ২০২০, ০৯:২৩ পিএম

ঢাকা :  রাজধানীর বংশাল থানার আরমানিটোলার ৪/১ নাম্বার বাড়ির ৭ তলার  ফ্ল্যাটের ভাড়াটিয়া নাজিম শুক্রবার (১৩ মার্চ) সকালে ফ্ল্যাট তালাবদ্ধ অবস্থায় রেখে সপরিবারে বনভোজন চলে যান। বিকাল ৫টা ২০ মিনিটে এলাকার বাসিন্দারা দেখতে পান যে, ৭ তালার একটি ফ্ল্যাট থেকে আগুন ও ধুঁয়া বের হচ্ছে। এতে লোকজন চিৎকার শুরু করেন। লোকজনের চিৎকার শুনে বংশাল ফাঁড়ির ইনচার্জ নুর আলম মিয়া ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বংশাল থানার অফিসার ইনচার্জসহ উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, নূর আলম মিয়া তাৎক্ষণিক উক্ত বাড়ির গ্যাস সংযোগ ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। তিনি ৭ম তালার অন্যান্য ফ্ল্যাটের মালিক ও ভাড়াটিয়াদেরকে নিরাপদে নামিয়ে আনেন। বাসায় থাকা অগ্নিনির্বাপক সিলিন্ডার, পানি ও বালুর সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

ওসি আরো বলেন, পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফ্ল্যাট মালিক ও ভাড়াটিয়াদেরকে ফ্ল্যাটে তুলে দেওয়া হয়। এতে কেউ আহত বা নিহত হয় নাই। অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ৩/৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

আগামীনিউজ/সুমন/নুসরাত