ডিএমপিতে সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ওরিয়েন্টেশন শুরু

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৪, ২০২০, ০৬:০২ পিএম

ঢাকা : ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সদ্য যোগদানকৃত ২য় ব্যাচের কনস্টেবলদের ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে মিরপুরে পিওএম পুলিশ লাইন্সে শহীদ এসআই (এবি) শাহজাহান মিলানায়তনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) মীর রেজাউল আলম এই কোর্সের উদ্বোধন করেন। এসময় সভাপতিত্ব করেন যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) মোহাম্মদ আব্দুল মালেক।

ডিএমপির প্ল্যানিং রিসার্চ অ্যান্ড হিউমেন রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের (পিআরএন্ডএইচআরডি) আয়োজনে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগের (পিওএম) সার্বিক সহযোগিতায় ডিএমপিতে সদ্য যোগদানকৃত ২য় ব্যাচে ১৭৫ জন কনস্টেবলদের ৩ দিনব্যাপী এই ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি ডিএমপিতে সদ্য যোগদানকৃত  ১ম ব্যাচে ৫০০ জন কনস্টেবলদের ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করা হয়।

আগামীনিউজ/সুমন/নুসরাত