২৪ ঘণ্টায় দেশে নতুন কেউ করোনায় আক্রান্ত হননি

আগামীনিউজ প্রতিবেদক মার্চ ১৩, ২০২০, ০২:২১ পিএম

ঢাকা : গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি।

শুক্রবার (১৩ মার্চ ) রাজধানীর মহাখালীতে এক প্রেস ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, আইইডিসিআর এ পর্যন্ত ১৮৭ জনের নমুনা পরীক্ষা করেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে ২৪ জনের পরীক্ষা করা হয়েছে। তবে তাদের কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

আইইডিসিআর পরিচালক বলেন, বিদেশ ফেরতরা ১৪ দিন ঘরে থাকুন। অনেক ক্ষেত্রে দেখছি তারা কোয়ারেইন্টাইনে থাকছেন না।

তিনি বলেন, আমরা এতদিন অনুরোধ করেছি। সরকারের সহানুভূতিশীল পদক্ষেপ তারা মানছেন না। সেক্ষেত্রে আমরা সংক্রামক ব্যাধি আইন প্রয়োগ করতে পারি। তবে শক্ত পদক্ষেপে যেতে চাই না।

এ সময় করোনাভাইরাসের লক্ষণ থাকলে চিকিত্সার জন্য সরাসরি আইইডিসিআরে না আসার অনুরোধ জানান আইইডিসিআর পরিচালক।

আগামীনিউজ/হাসি