করোনাভাইরাস : পরিস্থিতি বিবেচনায় পেছাতে পারে চসিক ও ৫ উপ-নির্বাচন

নিজস্ব প্রতিবেদক মার্চ ১২, ২০২০, ০১:০৪ পিএম

ঢাকা : সারা বিশ্বে মহামারি আকার নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বাংলাদেশেও রয়েছে করোনা ঝুঁকি। আর তাই মার্চে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ও ৫ উপ-নির্বাচন পরিস্থিতি বিবেচনা করে পেছাতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ২১ মার্চ ঢাকা-১০,  গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচন আর ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপ-নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচন নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে ইসি। তবে করোনা শঙ্কাও রয়েছে। ইসির একাধিক সূত্র নিশ্চিত করেছে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) নির্দেশনা পেলে স্থগিত হতে পারে এসব নির্বাচন।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সব কিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিবো। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা প্রচার চালিয়ে যাচ্ছেন। ইসির যেকোনো সিদ্ধান্ত তারা মেনে নেবেন বলছেন।

তফসিল অনুযায়ী চসিক নির্বাচনে ব্যবহার হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন। মক ভোটিং, প্রশিক্ষণ ও ভোটগ্রহণে সেখানে প্রয়োজন হবে ১১ হাজার ৫৭৩ টি ইভিএমের। এরই মধ্যে প্রায় ৫ হাজার ইভিএম পাঠানো হয়েছে বলে জানা গেছে। আর ঢাকা ১০ আসনেও ভোট হবে ইভিএমে। সেখানে প্রয়োজন হবে ১ হাজার ৮৪৩ টি ইভিএম। আর ৫ উপ-নির্বাচন ও চসিক নির্বাচন নির্বিঘ্ন করতে আগামী ১৬ মার্চ আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে বসছে ইসি।

আগামীনিউজ/হাসি