৬ হাজার কোটি টাকার পেটি সাইলো নির্মাণ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক মার্চ ১১, ২০২০, ০২:০৭ পিএম

ঢাকা : আগামী বছর থেকে দেশে নির্মাণ শুরু হবে ২০০টি পেটি সাইলো (ছোট গুদাম)। এতে ব্যয় হবে প্রায় ৬ হাজার কোটি টাকা। এর ফলে প্রায় ৫ হাজার মেট্রিক টন খাদ্য শস্য সংরক্ষণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (১১ মার্চ) সচিবালয়ে আমন সংগ্রহ নিয়ে সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এই তথ্য জানান।

খাদ্যমন্ত্রী জানান, বতর্মানে প্রকল্পটি পরিকল্পণা মন্ত্রণালয়ে রয়েছে। দ্রুত সমযের মধ্যে এটি অনুমোদন পাবে। আগামী অথর্বছর থেকে আমরা এর কাজ শুরু করতে পারবো।

আগামীনিউজ/তরিকুল/সবুজ