ঢাক : রাজধানীর মিরপুর ৬ নম্বরের শিয়ালবাড়ির বস্তিতে আগুন লাগার ১২ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে বলে জানান ফায়ার সার্ভিসের ডিরেক্টর অপারেশন লেফটেন্যান্ট কর্ণেল জিল্লুর রহমান।
বুধবার (১১ মার্চ) দুপুরে ঘটনাস্থলে তিনি সাংবাদিকদের কাছে এই দাবি করেন।
তবে, এসময় স্থানীয়রা বিষয়টি প্রত্যাখ্যান করে সাংবাদিকদের জানায়, আগুন লাগার ১ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি গাড়ি আসে। এরপরেও ফায়ার সার্ভিস গাড়ির মেশিন নষ্ট বলে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেনি বলেও জানান ক্ষতিগ্রস্তরা।
কর্ণেল জিল্লুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনো রকমের হতাহত ছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে পেরে স্বস্তি প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ‘এখানে গ্যাসের সিলিন্ডার থাকতে পারে, এছাড়াও বিভিন্ন অপরিকল্পনার কারণে আগুন লাগতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ঢাকার প্রায় সব ইউনিট থেকে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। দিনের বেলা হওয়ায় রাস্তায় জ্যাম থাকাতে দূরের ইউনিটগুলোর আসতে সময় লেগেছে ‘
১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে- স্থানীয়রা বলছে এক ঘণ্টা পরে:
স্থানীয় সিরাজুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে এক ঘণ্টা পরে। এসে সেই গাড়ির মেশিন নষ্ট থাকায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেনি। তারা কী নিয়ন্ত্রণ করেছে যে একটি ঘরও আগুনের হাত থেকে বাঁচাতে পারেনি। যদি ঘরগুলো আগুন থেকে বাঁচাতে পারতো তাহলে বুঝতাম তারা কাজ করেছে।’
উল্লেখ্য, রাজধানীর রুপনগরে অবস্থিত শিয়ালবাড়ি, ৬ নম্বর সেকশনের ট ব্লক, মাঝখানে অবস্থিত বস্তির প্রায় ৫ হাজার ঘর পুরে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।
অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা বলেছেন, আনুমানিক দুই হাজার ঘর পুড়তে পারে বলে ধারণা করছি।
বুধবার আমুমানিক সকাল সাড়ে নয়টার দিকে আগুন লাগে।
আগামীনিউজ/আরিফ/হাসি/সবুজ