জাতীয় জাদুঘর আইনের খসড়ার নীতিগত অনুমোদন 

নিজস্ব প্রতিবেদক   মার্চ ৯, ২০২০, ০২:৩৭ পিএম

ঢাকা : বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন, ২০১৯ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (০৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, এ আইনে ২৫টি ধারা রয়েছে। ভারচুয়াল জাদুঘর করার জন্য প্রধানমন্ত্রী নিদের্শ দিয়েছেন। যাতেকরে যে কেউ ভারচুয়াল জাদুঘর দেখতে পারেন। এছাড়া ও জাদুঘরে মহাপরিচালক  এবং দুই জন কিউরেটর রাখারও কথা বলেছেন। 

আগামীনিউজ/তরিকুল/মিজান