মেঘের গর্জন, রাজধানীতে ঝড়-বৃষ্টি 

নিজস্ব প্রতিবেদক মার্চ ৩, ২০২০, ০৮:২৬ এএম
সংগৃহীত ছবি

ঢাকা : ক্যালেন্ডারের হিসেবে আজ ফাল্গুনের ১৯ তারিখ। মানে মাসের মধ্যভাগে শেষে আছি আমরা। এরিমধ্যে মিশ্র আবহাওয়া দেখা যাচ্ছে। 

এদিকে, মঙ্গলবার (০৩ মার্চ) ভোর রাতে থেকে আকাশ মেঘলা হতে শুরু করে। মেঘের গর্জনের পর ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড়ে ধুলোবালি উড়তে শুরু করে। ফলে আকস্মিক বিড়ম্বনায় পড়েন নগরবাসী।

আবহাওয়া অফিস বলছে, এটাই চলিত মৌসুমের প্রথম ঝড়। ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের মার্চ মাসের দীর্ঘ মেয়াদী পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় ও দেশের অন্যত্র তিন-চারদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

সেই সঙ্গে মার্চ মাসের শেষ সপ্তাহে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ভারি বৃষ্টিপাতজনিত কারণে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। 

আগামীনিউজ/মিজান