বিশ্বব্যাপী করোনা আতঙ্কে সৌদি সরকার ওমরাসহ অন্য যাত্রীর ভিসা স্থগিত করেছে ফলে বাংলাদেশে ১০ হাজার যাত্রী অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ফলে ৫০ কোটি টাকা খতির মুখে পড়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সদস্যরা। এমনটাই জানিয়েছেন হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) হাবের সভাপতি জানান, আজ সকালে এ ঘোষণা আসার পরে এখন পর্যন্ত বিমান বন্দরে ৭শ যাত্রী অপেক্ষা করছেন।
১০ হাজার জন ইতোমধ্যে ভিসা নিয়েছে, ৫ হাজার জন টিকিট কেটেছেন, সৌদিতে বাড়ি ও হোটেল ভাড়া করা হয়েছে। এ দুটিতেই খতি হবে ৩০ কোটি টাকা। সাধারণত হোটেল ও ভিসার টাকা ফেরত পাওয়া যায় না।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার ব্যক্তি হজে যাবেন।
আগামীনিউজ/তরিকুল/নুসরাত