হাবের হজ প্যাকেজ ঘোষণা, নিবন্ধন শুরু সোমবার 

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৭, ২০২০, ১১:৫৪ এএম

ঢাকা: চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন ইচ্ছুকদের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। আগামী সোমবার (০২ মার্চ) থেকে ৩০ মাচের্র মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টোরিতে সংবাদ সম্মেলনে একথা জানান হাবের সভাপতি শাহাদাত হোসাইন তসলিম।

বেসরকারিভাবে প্যাকেজের মাধ্যমে সর্বোচ্চ খরচ হবে ৩ লাখ ৬১ হাজার ৮০০ টাকা আর সর্বনিম্ন ব্যয় হবে ৩ লাখ ১৭ হাজার টাকা। 

হাব সভাপতি আরো বলেন, করোনাভাইরাসের কারণে সৌদি কতৃক ওমরা হজ নিষিদ্ধ করায় হাবের ক্ষতি হবে ৩০ কোটি টাকা। ওমরা যাত্রীর সংখ্যা ১০ হাজার।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার ব্যক্তি হজে যাবেন।

আগামীনিউজ/তরিকুল/মিজান