নিখোঁজ মাহমুদা‍‍’র সন্ধান চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক ‌ ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০৪:৩১ পিএম

ঢাকা: রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে মাহমুদা আক্তার মোহনা নামে একটি মেয়ে হারিয়ে গেছে। তার বয়স ১১ বছর। তার বাবার নাম মো. মাহাতাবুর রহমান টুটুল।

তার স্থায়ী ঠিকানা গ্রাম-চর ফতেপুর, থানা-আগরপুর ও জেলা: বরিশাল। বর্তমানে চাঁনপাড়া কাজীবাড়ী (মনোয়ারা বেগমের বাড়ীর ভাড়াটিয়া) থানা-উত্তরখান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নিখোঁজ মাহমুদা আক্তার মোহনা স্থানীয় চাঁনপাড়া মহিলা দাখিল মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়তো। সে গত ২০ ফেব্রুয়ারি সকাল অনুমান ৯টার দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে চলে গিয়ে আর ফিরে আসেনি। তাকে সম্ভাব্য সকল স্থান ও নিকট আত্মীয়-স্বজনের বাসায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

মেয়েটির গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, চোখ কালো, উচ্চতা অনুমান ৪ ফুট, মেয়েটির চুলের রং কালো, কপালের ডান পার্শ্বে ৩টি সেলাইয়ের চিহ্নসহ কাঁটা দাগ আছে। হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিল হিজাবসহ কালো বোরকা ও লাল প্রিন্টের জামা। সে বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে। এ ঘটনায়  উত্তরখান থানায় জিডি করা হয়েছে। যার জিডি নং-৮৭৮, তারিখ-২০/০২/২০২০।

কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে উত্তরখান থানায় (ডিউটি অফিসার -০১৭৬৯৬৯১৮২৭) যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

আগামীনিউজ/সুমন/হাসি