আঞ্চলিক পর্যায়ে জ্বালানি সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে আলোচনায় বসেছেন বিমসটেক দেশগুলোর বিশেষজ্ঞরা। সেখানে বঙ্গোপসাগরীয় অঞ্চলে বিদ্যুৎ গ্রিডের আঞ্চলিক সংযোগ তৈরির কি কর্মপন্থা হওয়া দরকার সে বিষয়ে আলোচনায় অগ্রাধিকার পাচ্ছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকায় বিমসটেক সচিবালয়ে দুই দিনব্যাপী শুরু হওয়া সম্মেলনে এসব বিষেয় আলোচনা হয়।
সম্মেলনের উদ্বোধনীতে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, আজকের অনুষ্ঠানে আলোচনা হচ্ছে আমাদের গ্রিড কিভাবে কানেক্ট করা যায়।
তিনি বলেন, দুই-তিন হাজার কিলোমিটারের এই এলাকায় যদি একটি কানেকটিভিটি হয়, তাহলে সবগুলো দেশের সক্ষমতা বাড়বে। সক্ষমতা বাড়ার অর্থ হলো গ্রাহকের জন্য দাম কম হবে।
এ অঞ্চলের দেশগুলোর বিদ্যুৎ গ্রিড পরস্পরের সঙ্গে যুক্ত হলে চাহিদা অনুযায়ী আমদানি-রপ্তানির দ্বার উন্মুক্ত হবে বলেও মন্তব্য করেন তৌফিক-ই-ইলাহী।
যেমন নেপাল থেকে যদি আমরা জলবিদ্যুৎ আনি, বর্ষা-গ্রীষ্মের সময় নেপাল যখন বিদ্যুৎ দিতে পারবে, তখন আমাদের চাহিদা বেশি। আবার শীতে নেপালের উৎপাদন কম, শীতে ওদের প্রয়োজন বেশি হয়। কাজেই আমরা তখন ওখানে রপ্তানি করতে পারব।
আগামীনিউজ/ইমরান /নুসরাত