বিদেশি পর্যটকের প্রতি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক হউন

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২১, ২০২০, ০২:৪১ পিএম

ঢাকা : বিদেশি পর্যটকগণ আমাদের পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে এবং সাংস্কৃতিক বিনিময় ও উৎকর্ষ সাধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা ভ্রমণ শেষে আমাদের দেশ থেকে নিজ দেশে ফিরে গিয়ে বাংলাদেশকে তুলে ধরেন, যার ফলে আরো অনেক বিদেশি বাংলাদেশ ভ্রমণের জন্য উৎসাহিত হন।

কিন্তু, বিদেশি পর্যটক দেখলে আমরা অনেকেই অতি উৎসাহী হয়ে তাদের সাথে পরিচিত হতে যাই। এক্ষেত্রে আমাদের অনেকেই কখনো কখনো অন্য দেশের সংস্কৃতি, কৃষ্টি ও সামাজিক আচরণগত পার্থক্যের কথা ভুলে যাই। এ কারণে মাঝে মধ্যে আমাদের কেউ কেউ তাদের সাথে এমন আচরণ করি, যা বিদেশিদের খুবই বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। এছাড়াও আমাদের কেউ কেউ বিদেশি পর্যটকদের বাংলা ভাষা শেখানোর চেষ্টার নামে তাদেরকে নানা অশ্লীল কিংবা আপত্তিকর শব্দ শেখাই কিংবা বলাই। আবার কখনো কখনো বাংলা ভাষা শেখানো নিয়ে বিদেশিদেরকে ঘিরে আমরা নানা রকম দৃষ্টিকটু আনন্দে মেতে উঠি।

এতে করে, আমরা যেমন আমাদের মাতৃভাষার অমর্যাদা করছি, তেমনি বিশ্বের দরবারে আমরা নিজেরাই আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছি। বিদেশি পর্যটকদের সাথে এমন আচরণ করা গুটি কয়েক ব্যক্তির কারণে আমাদের পুরো জাতি সম্পর্কে তারা একটি নেতিবাচক ধারনা নিয়ে যান, যা তাদের পুনরায় বাংলাদেশে বেড়াতে আসার ব্যাপারে বা নতুন বিদেশি পর্যটকদের আগমনকে নিরুৎসাহিত করে থাকে।

আপনার-আমার আচরণের মধ্য দিয়েই বিদেশি পর্যটকগণ বাংলাদেশকে চিনতে পারেন। তাই আসুন, আমরা বিদেশি পর্যটকদের সাথে অসংযত আচরণ করা থেকে বিরত থাকি। আমাদের দেশে তাদের ভ্রমণকে আনন্দদায়ক ও স্মরণীয় করে তুলতে সচেষ্ট হই। তাদের সাথে কেউ কোনো আপত্তিকর আচরণ করলে প্রতিবাদ করি। প্রয়োজনে পুলিশেকে জানাই।

উল্লেখ্য, পর্যটকদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ ও অবস্থান নিশ্চিত করতে দেশের সকল পর্যটন এলাকায় বাংলাদেশ পুলিশের বিশেষায়িত পুলিশ ইউনিট ‘ট্যুরিস্ট পুলিশ’ এর সদস্যরা সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন।

আসুন, বিদেশি পর্যটকদের সাথে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক আচরণের মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশকে সম্মানের সাথে তুলে ধরি।

“নিজে সচেতন হই, অন্যকে সচেতন কর”। সূত্র : পুলিশ হেডকোয়ার্টার

 

আগামীনিউজ/সুমন/সবুজ