গাড়িতে ২৫০ লিটার পেট্রোল পাবেন সচিবরা

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৭, ২০২০, ০৮:২১ পিএম

ঢাকা : প্রশাসনে কর্মরত সচিবদের তেল খরচ বাড়াচ্চে সরকার। সোমবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জ্বালানি তেলের প্রাপ্যতা বাড়িয়ে আদেশ জারি করা হয়েছে।

আদেশ অনুযায়ী এখন থেকে গাড়িতে ২৫০ লিটার পেট্রোল বা ৩৫৮ ঘনমিটার গ্যাস পাবেন সচিবরা। যা আগে সর্বোচ্চ ১৮০ লিটার পেট্রোল বা ২৭০ ঘনমিটার গ্যাস ছিলো।

আদেশে বলা হয়েছে, সার্বক্ষণিক গাড়ি প্রাধিকারপ্রাপ্ত সরকারের সিনিয়র সচিব/সচিব এবং সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তাদের জন্য সরকারের বরাদ্দ করা গাড়ির বিপরীতে জ্বালানি তেল/সিএনজির প্রাপ্যতা সর্বোচ্চ ২৫০ লিটার পেট্রোল/অকটেন অথবা ৩৫৮ ঘনমিটার সিএনজি পুনর্নির্ধারণ করা হল।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম হায়াতুল্লাহ বলেন, ‘১৯৯৫ বা এরও আগে জ্বালানি তেলের প্রাপ্যতার হার নির্ধারণ করা হয়েছিল। তখনকার তুলনায় ঢাকার যানজট অনেক বেড়েছে। সচিবরাই তো সবাই ঢাকায়ই থাকেন। যানজটের কারণে বেশি জ্বালানি তেল খরচ হয়।’

তিনি বলেন, ‘এছাড়া সরকারের ভিশন-২০২১, ভিশন-২০৪১, এগুলো বাস্তবায়নের জন্য সচিবদের মুভমেন্টও বেড়েছে অনেকগুণ। এসব কারণে সচিবদের জ্বালানি তেলের প্রাপ্যতা বাড়ানো হল। এর আগে গত বছর মাঠ প্রশাসনের কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে ব্যবহারের জন্য জ্বালানি তেলের প্রাপ্যতা সর্বোচ্চ ২৫০ লিটার পেট্রোল বা ৩৫৮ ঘনমিটার সিএনজি করা হয়।

আগামীনিউজ/সবুজ