১ লাখ ৭৫ হাজার মামলার জট

মাদক মামলায় ট্রাইব্যুনাল নয়, হচ্ছে বিশেষ আদালত

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১০, ২০২০, ০৬:১৮ পিএম

মাদকদ্রব্য সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনাল স্থাপনের বিষয়টি আইনে থাকলেও তা বাতিল করতে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০২০ এর নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান।

তিনি জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন দায়রা জজ, মহানগর দায়রা জজ তাঁর এখতিয়ার সম্পন্ন এলাকায় কেবল মাদকদ্রব্য অপরাধের বিচারের জন্য এক বা একাধিক আদালত নির্দিষ্ট করে দিতে পারবেন। এই বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে, প্রয়োজনীয়সংখ্যক ট্রাইব্যুনাল গঠনের কথা ছিল। কিন্তু প্রশাসনিক কারণে এখন পর্যন্ত এই ট্রাইব্যুনাল করা যায়নি। এ জন্য এখন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য নতুন সিদ্ধান্ত নিয়ে আইনটি সংশোধন করা হচ্ছে। এছাড়াও দ্রুত বিচার নিশ্চিত করা, দেশে প্রয়োজনীয় বিচারকের স্বল্পতা, স্থানীয় পর্যায়ে আপিলের সুযোগ না থাকার কারণেই ট্রাইব্যুনাল ছেড়ে বিশেষ আদালতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় এছাড়াও বাংলাদেশ পর্যটন আইন, ২০২০ এর খসড়াও নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

 

আগামীনিউজ/তরিকুল/মামুন