ঢাকা : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানরা বর্তমানে শিক্ষিত থাকলেও কাজের বা কমিটমেন্টের ক্ষেত্রে তারা পরিপূর্ণ আস্থা রাখতে পারছে না। এজন্য তারা সেবা দিতে ব্যর্থ হবার পাশাপাশি অনেকে জনপ্রিয়তা অর্জন করতে পারে নাই।
রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকার কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল ভবন মিলনায়তনে ‘ইউনিয়ন পরিষদকে অধিকতর কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে করণীয় নির্ধারণ’ শীর্ষক জাতীয় কর্মশালায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘ছোটবেলায় দেখতাম সম্ভ্রান্ত পরিবার থেকে চেয়ারম্যান মেম্বাররা নির্বাচিত হতেন কিন্ত এখনকার দিনে সেটা আর হচ্ছে না। ফলে যারা আসছে তাদের দায়বদ্ধতাটুকু বুঝতে পারছেনা। কিন্ত সরকার স্থানীয় প্রশাসনকে শক্তিশালী ও কার্যকরি করতে সব রকমের কাজ করেছে।’
মন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এ প্রেক্ষাপটে দূর্গম পাহাড়ের সার্বিক পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এখানকার তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানগুলো কিভাবে আরো শক্তিশালী করা যায় সে লক্ষ্যে কাজ করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।’
কর্মশালায় অন্যান্য বক্তারা পার্বত্য্ অঞ্চলের ইউনিয়ন সচিবদের বেতন শতভাগ করার পাশাপাশি সারাদেশের চেয়ারম্যানদের ট্রেনিং এবং সুশাসন ও শতভাগ সেবা নিশ্চিতের জন্য মনিটরিং টিম গঠনের কথাও বলেন।
অনুষ্ঠানে অতিরিক্ত সচিব রোকছানা কাদেরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, লোকাল গর্ভমেন্ট সাপোর্ট প্রজেক্ট(এলজিএসপি) এর পরিচালক আমিনুল ইসলামসহ অনেকে।
আগামীনিউজ/ইমরান/সবুজ