ফের বায়ু দূষণের শীর্ষ শহর ঢাকা

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৯, ২০২০, ০১:০৮ পিএম

ঢাকা : বাতাসের মান ঝুঁকিপূর্ণ হওয়ায় দূষিত বাতাসের শহরের তালিকায় ফের শীর্ষ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৫৮ পয়েন্ট নিয়ে এই তালিকার শীর্ষে উঠে ঢাকা।

রোববার সকাল ৮টা ৪৪ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ২৫৭ স্কোর নিয়ে এই তালিকার দ্বিতীয় অবস্থানে ছিলো ভারতের দিল্লি এবং ২৫৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিলো পাকিস্তানের লাহোর।

উল্লেখ্য, একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। সূচকে ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরা হয়। তবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে প্রত্যেকেই স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন এবং জরুরি সতর্কতা অবস্থা দেয়া হয়। আর ৩০১ থেকে ৫০০ বা তারও বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ হিসেবে ধরে হয়।

আগামীনিউজ/সবুজ