রোহিঙ্গা গণহত্যাকারীদের খুঁজে বের করার তাগিদ

নিজস্ব প্রতিবেদক ‌ ফেব্রুয়ারি ৪, ২০২০, ০৪:২৪ পিএম

রোহিঙ্গাদের কারা হত্যা করেছে। কারা তাদের ওপর গণহত্যা চালিয়েছে তাদের খুঁজে বের করতে হবে। এছাড়া কে তাদের ওপর নির্যাতন করার পরিকল্পনা করেছে। কে রোহিঙ্গাদের দেশ থেকে বের করে দিতে কাজ করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাজই হলো অপরাধের তদন্ত করা। তা সে আইসিসির সদস্য হোক বা না-ই হোক।

মঙ্গলবার (৪ জানুয়ারি) হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটি এমন দাবি করে। ওই সময় আইসিসির ডিরেক্টর ফাকিসো মোচোচোকো এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তদন্ত শুরু হয়ে গেছে, মিয়ানমার সরকার আইসিসিকে কোনো প্রকার সহযোগিতা করছে না। এটি খুবই দুর্ভাগ্যজনক। এটি বিচার করতে মিয়ানমারের দিকে তদন্ত করা প্রয়োজন। আমরা মিয়ানমারকে আবারো আহ্বান জানাই এই বিচারে তদন্ত করার সুযোগ দেয়া হোক।

২০১৭ সালের আগস্ট থেকে গণহত্যা ও নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে এসে আশ্রয় নিতে থাকে। আগেও বিভিন্ন সময় কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে। সবমিলিয়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা এখন বাংলাদেশে রয়েছে। তাদেরকে ফেরাতে বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। মানবিক দিক বিবেচনায় তাদের আশ্রয় দেয়া হলেও এখন রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আগামীনিউজ/শাই/এনএ