জয় বাংলার স্থলে বাংলাদেশ জিন্দাবাদ, ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‌ ফেব্রুয়ারি ৩, ২০২০, ০৯:৩২ পিএম
ফাইল ছবি

আন্তর্জাতিক বাণিজ্যমেলার সময় বাড়ানোর দাবি করে মেলার সমাপনী অনুষ্ঠানে মুহুর মুহুর জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন ব্যবসায়ীরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) শেরে বাংলা নগরে বাণিজ্যমেলা মাঠে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সহ সভাপতি সিদ্দিকুর রহমান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির কাছে মেলার সময় বাড়ানোর অনুরোধ করেন। এ সময় ডান পাশে দাঁড়িয়ে থাকা ব্যবসায়ীরা বেশ কয়েকবার জয় বাংলা পরে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেন।

পরে টিপু মুনশি বক্তব্য দেয়ার সময় ও মন্ত্রীকে খুশি করতে জয় বাংলা স্লোগান দেন ব্যবসায়ীরা। এ সময় কয়েকজন ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দেন।

তাতেই চটে উঠেন বাণিজ্যমন্ত্রী, সাফ জানিয়ে দেন ‘জয় বাংলা’র বদলে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার ভালো লাগেনি।

মন্ত্রী বলেন, ‘এই জিন্দাবাদ তো আমরা ১৯৭১ সালে শেষ করে দিয়ে এসেছিলাম। সেই জিন্দাবাদটা বারবার ফিরে আসছে কেন? ১৯৭৫ সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তার আগ মুহূর্ত পর্যন্ত আমরা ‘জয় বাংলা’ বলেছি। ‘জয় বাংলা’ ছিল স্বাধীনতার স্লোগান। বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো, সেই দিন থেকে ‘জয় বাংলা’ চট করে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ হয়ে গেল। কথাটা ভালো না-ও লাগতে পারে, এটাই বাস্তবতা।’

টিপু মুনশি বলেন, ‘জয় বাংলাকে কিন্তু ভোলা ঠিক হবে না। ওটা কিন্তু আমাদের স্পিরিট। আমি নিজে একজন মুক্তিযোদ্ধা। যখন আমি শুনি, স্লোগান আপনারা দেন, সহ্য হয় না, ভালো লাগে না।’

মেলার সময় বাড়ানোর ব্যাপারে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাণিজ্য মেলা আরো দুই-তিন দিন বাড়ানো যায় কি না, বিষয়টা বিবেচনায় রাখব। সেই ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে যাব।’

ব্যবসায়ীদের দাবির মুখে ৫ ও ৬ ফ্রেব্রুয়ারি দুই দিন মেলার সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মেলার আয়োজক কমিটির সদস্য সচিব ইপিবি কর্মকর্তা আব্দুর রউফ।

আগামীনিউজ/এমএস/এনএ