প্রধানমন্ত্রীর পাশে জয়ী আতিক-তাপস

ফেব্রুয়ারি ২, ২০২০, ১২:৩৬ এএম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জয়ের সুবাস পাওয়া শুরু করেই মো. আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। তাঁরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর দোয়া নিয়েছেন।


নিশ্চিত জয়ের পথে থাকা আওয়ামী লীগ মনোনীত এই দুই প্রার্থী শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গণভবনে যান বলে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সারওয়ার সরকার।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর রাত সোয়া ১০টার দিকে গণভবন ছাড়েন আতিক ও তাপস।
এখন পর্যন্ত নির্বাচন কমিশন ঘোষিত ফলে দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের বিজয় অনেকটাই নিশ্চিত। আর উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের চেয়ে বিপুল ভোটে এগিয়ে আছেন। যত কেন্দ্রের ফলাফল ঘোষণা হচ্ছে তিনি এই ব্যবধান বাড়িয়ে চলেছেন।

আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও কেন্দ্র থেকে পাঠানো ফলে দুই সিটি আওয়ামী লীগের দুই প্রার্থীই বিজয়ী হয়েছেন বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারাও বলছেন, আতিক ও তাপসকে বিজয়ী ঘোষণা কেবল আনুষ্ঠানিকতার ব্যাপার।


ঢাকার দুই সিটি নির্বাচনে শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হয়েছে। এরপর চলছে গণনা। অবশ্য বিএনপি এরই মধ্যে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আগামীকাল রবিবার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।