যেভাবে জানবেন আপনার ভোটকেন্দ্র ও ভোটার নাম্বার

নিজস্ব প্রতিবেদক ‌ জানুয়ারি ২৯, ২০২০, ০৮:২৪ পিএম

ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার জন্য বেশ কিছু পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন।

একজন ভোটার নিজ ভোট কেন্দ্র খুঁজে পেতে মোবাইলের এসএমএস অপশনে গিয়ে ‘PC<Space> NID নম্বর’ লিখে ১০৫-এ প্রেরণ করলে ফিরতি এসএমএসে ভোটারের কাঙ্ক্ষিত ভোটকেন্দ্রের নাম ও ভোটার নম্বর পেয়ে যাবেন। (PC<Space>1234567890 Send to 105)।

এছাড়াও ভোটারের ভোট কেন্দ্র খুঁজে পাওয়ার জন্য একটি মোবাইল অ্যাপস চালু করেছে নির্বাচন কমিশন কমিশন।

অ্যাপসটি ডাউনলোড করতে https://services.nidw.gov.bd/resources/forms/PollingCenter.apk লিংক-এ ক্লিক করতে পারে। সেখান থেকে জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিয়েও জেনে নিতে পারেন ভোটার নাম্বার ও ভোটকেন্দ্রের নাম।

পাশাপাশি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ভোটারগণ তাদের ভোটকেন্দ্র সম্পর্কে জানতে পারবেন। এজন্য নির্বাচন কমিশনের এনআইডি উইং এর ওয়েবসাইট https://services.nidw.gov.bd/voter_center  -এ ঢুকে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর সম্পর্কে তথ্য জানা যাবে।

এছাড়াও নির্বাচন কমিশনের কলসেন্টার ১০৫ এ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কল করে ভোটাররা ভোটকেন্দ্র সম্পর্কে জানতে পারবেন। এছাড়া নির্বাচন কমিশনের দুইটি QR কোড  স্ক্যান করেও লিংক-এ প্রবেশ করে ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন ভোটাররা। এছাড়াও প্রতিটি ভোটকেন্দ্রে ভোটার তালিকা অনুযায়ী কক্ষ বিন্যাস ব্যানারে প্রদর্শিত থাকবে।

আগামীনিউজ/এমএস/এনএ