২০২৩ সালে সারাদেশে যানবাহন দুর্ঘটনায় নিহত ৮৫০৫ জন

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০২৪, ১২:৪৭ পিএম

ঢাকাঃ সদ্য বিদায়ী ২০২৩ সালে সারাদেশে সড়ক, রেল ও নৌ-পথে ৬ হাজার ৯২৯টি যানবাহন দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৮ হাজার ৫০৫জন নিহত হয়েছেন। এছাড়া ১০ হাজার ৯৯৯ জন আহত হয়েছেন।

রবিবার (১৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আয়োজিত বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ বিষয়ক সংবাদ সম্মেলন এসব তথ্য তুলে ধরেন সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

দুর্ঘটনা প্রতিবেদনে বলা হয়, ৬ হাজার ২৬১টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯০২ জন নিহত, ১০ হাজার ৩৭২ জন আহত হয়েছেন। একই সময় রেলপথে ৫২০টি দুর্ঘটনায় ৫১২ নিহত, ৪৭৫ জন আহত হন। নৌ-পথে ১৪৮টি দুর্ঘটনায় ৯১ জন নিহত, ১৫২ জন আহত ও ১০৯ জন নিখোঁজ রয়েছেন। একই সময়ে ২ হাজার ৩১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ১৫২ নিহত ও ১ হাজার ৩৩৯জন আহত হয়েছেন।

এমআইসি/