পাবনা প্রেসক্লাব সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মৌন মিছিল ও স্মারকলিপি প্রদান

পাবনা প্রতিনিধি: আগস্ট ৮, ২০২১, ০৫:১২ পিএম
ছবিঃ আগামী নিউজ

পাবনাঃ ডিজিটাল নিরাপত্তা আইনে পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মৌন মিছিল করেছে পাবনার সাংবাদিকরা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্য্যম প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করে। 

রোববার দুপুরে পাবনা প্রেসক্লাব থেকে একটি মৌন মিছিল শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। পরে পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের নিকট স্মারকলিপি পেশ করেন। 

এ সময় সাংবাদিকরা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে অসত্য অভিযোগ এনে প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ’র বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাবেক এমপি আজিজুল হক আরজু। এ মামলা ডিজিটাল নিরাপত্তা আইনের অপপব্যবহার ও সাংবাদিক হয়রানির প্রচেষ্টা। অবিলম্বে মামলাটি প্রত্যাহার দাবী করেন সংবাদকর্মীরা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মীর্জা আজাদ, সহ-সভাপতি শহীদুর রহমান শীহদ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক সুশীল তরফদার, প্রেসক্লাবের সহসম্পাদক তপু আহমেদ, কল্যাণ সম্পাদক সরোয়ার উল্লাস, ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, সাহিত্য সম্পাদক পাভেল মৃধা, বাংলাদেশ সাংবাদিক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা রিপোর্টার্স ইউনিটির সম্পাদক কাজী বাবলা, পাবনা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজভী জয়, সাংবাদিক রফিকুল ইসলাম সুইট, মুস্তাফিজ রাসেল, মীর্জা পার্থ হাসান প্রমুখ।

প্রসঙ্গত, গত ৮ মার্চ জেলার বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে সাবেক এমপি আরজুর ভাতিজা পরিচয় দেয়া এক ব্যাক্তির বাড়িতে অস্ত্রের কারখানার সন্ধান পাওয়ার কথা জানান পুলিশ। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে ক্ষুব্ধ হয়ে তিনি এ মামলাটি দায়ের করেন।