সৃজনশীল দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে সিএমআইএসসি

ডেস্ক রিপোর্ট মার্চ ১১, ২০২১, ০৯:৪৫ এএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃসৃজনশীল দক্ষতাবিষয়ক প্রশিক্ষণ এবং বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) ‘ক্রিয়েটিভ মিডিয়া ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল’ (সিএমআইএসসি) নামে একটি মনোনীত কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।

গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে আয়োজিত  কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

সাংবাদিকতা (সব ধরনের গণমাধ্যম), সংগীত, পারফর্মিং আর্টস (অভিনয়, নৃত্য, আবৃত্তি ইত্যাদি), চলচ্চিত্র ও টিভি শিল্প (বিনোদন), থিয়েটার, গ্রাফিকস ডিজাইন ও অ্যানিমেশন, কনটেম্পোরারি আর্ট, সাহিত্য ও কবিতা এবং বিজ্ঞাপনের বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল দক্ষতা বৃদ্ধি, মেধাবীদের তৈরি ও কর্মসংস্থান তৈরি করাই এই কাউন্সিলের লক্ষ্য।

এনএসডিএ’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, সিএমআইএসসি’র সভাপতি শমী কায়সার, সাধারণ সম্পাদক সাব্বির রহমান তানিমসহ আরও অনেকে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, মিডিয়া সবসময় প্রযুক্তির সঙ্গে এগিয়েছে। করোনার কারণে আমরা এখন নতুন টেকনোলজির যুগে প্রবেশ করেছি। দেশকে এগিয়ে নিতে প্রতিটি ক্ষেত্রে স্কিল খুবই প্রয়োজন। আর ক্রিয়েটিভিটির সঙ্গে টেকনোলজির মিশ্রণ ঘটালেই ক্রিয়েটিভ মিডিয়া  ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল তার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এখন আমরা আছি ডিজিটাল ইকোনোমিতে। কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবে অংশ নিতে আমাদের ক্রিয়েটিভ ইকোনোমিতে পা রাখতে হবে। প্রযুক্তিতে আমরা আত্মনির্ভর হতে চাই। দক্ষতার সঙ্গে সঙ্গে মেধাস্বত্ব সংরক্ষণেও উদ্যোগ নিতে হবে। ভবিষ্যতে আমরা নিজেদেরই একটি ওটিটি প্ল্যাটফর্ম করতে চাই।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, ক্রিয়েটিভ মিডিয়া ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের যে যাত্রা শুরু হয়েছে, তা ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনে অংশ নিতে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। আমাদের সরকার নতুন উদ্ভাবনকে সবসময় স্বাগত জানিয়েছে। 

শমী কায়সার বলেন, করোনার সময়ে আমাদের দেশে ই-কমার্স যেভাবে প্রসারিত হয়েছে, ই-ইন্টারটেইনমেন্টেও এই প্রসার ঘটবে। আমরা মিডিয়া ইন্ডাস্ট্রিতে দক্ষ জনবল তৈরির মাধ্যমে নেটফ্লিক্সের বিকল্প প্ল্যাটফর্মের সূচনা করতেই চাই।

আগামীনিউজ/সোহেল