‘স্বপ্নের সারথি শাহ আলমগীর’

নিজস্ব প্রতিবেদক মার্চ ৪, ২০২০, ০২:৫৮ পিএম

ঢাকা : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) সাবেক মহাপরিচালক প্রয়াত সাংবাদিক মো. শাহ আলমগীর সংবাদ মাধ্যমের জন্য যে কাজ করে গেছেন তা আগে কখনো করা হয়নি। তিনি পিআইবিকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে উচ্চতায় নিয়ে গেছেন।      

‘স্বপ্নের সারথি শাহ আলমগীর’  প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন।     

বুধবার  (৪ মার্চ ) জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই স্মারক গ্রন্থ প্রকাশ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল।

অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরিফিন সিদ্দিক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, দৈনিক প্রথম আলো যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।

এছাড়া ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সৈয়দ ইসতিয়াক রেজা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি কুদ্দুস আফ্রাদ, শাহ আলমগীরের সহধর্মীনি ফৌজিয়া আলমগীর, ছোট ভাই এবং কর্মজীবনের বিভিন্ন পর্যায়ের সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম বলেন, ‘জীবনে দীর্ঘ পথ পরিক্রমায় মনে হচ্ছে অনেক কিছু নেই। হারিয়েছি অনেক, তার মধ্যে শাহ আলমগীর অন্যতম। যাদের সঙ্গে একসাথে হাঁটতাম, কথা বলতাম তাদের এখন আর পাই না। এটাই আমাদের নিয়তি। এটি আমাদের মেনে নিতে হবে।’

তিনি বলেন, ‘দীর্ঘ ৪০ বছর শাহ আলমগীরের সঙ্গে কাটিয়েছি। সে ছিল বহুমাত্রিক প্রতিভাবান। এই ব্যক্তিকে জীবদ্দশায় ফুল দিতে পারিনি, মৃত্যুর পর তা দিয়েছি, তাকে শ্রদ্ধা জানাই।’

আগামীনিউজ/জুনায়েদ/ হাসি