বাংলা আমার মা
বাংলা আমার প্রাণ
এই মাটিতে মিশে আছে
ভাষা শহীদদের প্রাণ।
বাংলাতে কথা বলি
বাংলাতে গাই গান
ফাল্গুনের ৮ তারিখে
জীবন দিলো অকাতরে
রফিক-শফিক-বরকত-জব্বার কত নাম।
মুখের ভাষা কেড়ে নিতে চায়
আজকে তারা গেল কোথায়?
আল্লাহ মেহেরবান
তাই তো কাঁদে মায়ের প্রাণ।