কুমারখালীতে শতাধিক কবির অংশগ্রহনে দিনব্যাপী কবিতা উৎসব

কুষ্টিয়া প্রতিনিধি নভেম্বর ২০, ২০২১, ০১:১২ পিএম
ছবিঃ আগামী নিউজ

লালন-রবীন্দ্র-মোশাররফ-কাঙাল হরিনাথের জন্ম ও স্মৃতিধন্য কুষ্টিয়ার ঐতিহ্যবাহী জনপদ কুমারখালীতে শনিবার (২০ নভেম্বর) দিনব্যাপী ‘কবিতা উৎসব’ অনুষ্ঠিত। 

কুমারখালী স্থানীয় শিশু পার্কে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সাবেক অর্থ সম্পাদক কবি সৈয়দ আবদুস সাদিক। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আমন্ত্রিত শতাধিক কবি-সাহিত্যিক এ কবিতা উৎসবে যোগদান করেন। 

কুমারখালী কবিতা পরিষদ এর আয়োজনে উৎসবের পৃষ্ঠপোষকতা করছে শহীদ গোলাম কিবরিয়া ফাউন্ডেশন। কুমারখালী কবিতা পরিষদ এর পক্ষে কবি নাট্যকার লিটন আব্বাস বলেছেন, কুমারখালী সবসময়ই ছিলো এ অঞ্চলের সাহিত্য-সাংস্কৃতিক চর্চার পীঠস্থান। অতীত ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা এবং এ অঞ্চলের তরুণ কবি-লেখকদের সাহিত্যের মূলস্রোতে যুক্ত করতে এ উৎসবের আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ঢ়িলেন- কবি কাজী আখতার হোসেন, কবি ও সাংবাদিক আবদুর রশীদ চৌধুরী, লেখক-সংগঠক লালিম হক, কবি মাহমুদ শমসের, কবি আলকামা সিদ্দিক, কবি কামরুল হাসান, কবি শান্তা মারিয়া প্রমুখ।

স্বাগত বক্তব্য দেবেন কবি, নাট্যকার লিটন আব্বাস।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন, কবি এস এম আব্দুর রহমান।

কবিতা পর্ব তত্ত্বাবধায়ন করবেন, সিদ্দিক প্রামাণিক ও মেহেদী হাসান টিটু।

উদ্বোধনী অনুষ্ঠানের পর বিভিন্ন সেশনে সভাপতি ও আলোচক হিসাবে অংশ নেন- রফিকুর রশীদ, আরিফুল হক কুমার, বিলু কবীর, তারিক উল ইসলাম, মাহমুদ হাফিজ, সরওয়ার মুর্শেদ রতন, সোহেল আমিন বাবু, রকিবুল হাসান, দীপু মাহমুদ, মীর মূর্ত্তজা আলী বাবু, শাহ আলম চুন্নু, আহসান নবাব, বাবলু জোয়ার্দ্দার, আলম আরা জুঁই, শিশির কুমার রায়, স্বপন কুমার রায়, আনছার হোসেন, রুহুল আযম, বিমল কুন্ডু, সৈয়দা হাবিবা প্রমুখ।

জাতীয় ও স্থানীয় পর্যায় কবিতাপাঠে অংশ নেন আক্তারুজ্জামান চিরু, এস এম আফজাল হোসেন, সুলতানা বেগম দুলারী, রঞ্জক রিজভী, সিদ্দিক প্রামাণিক, মেহেদী হাসান টিটু, রেজাউর রহমান রিজভী, কিরণ আকরামুল, কাজী সাইফুল, বিধান চন্দ্র রায়, বিপুল বিশ্বাস, মুনশী সাঈদ, শৈবাল আদিত্য, মাহবুবা খন্দকার, শেখ মিলন, কিরন আকরামুল হক, মনিরুল ইসলাম মনি,হাসিনা রহমান, পাভেল ইমতিয়াজ, নেহাল আনোয়ার, রাশেদুর রহমান রানা, আজিজুর রহমান, তুষার আহমেদ রেজা, আসমান আলী, খালেক আজিজ, ওয়াজেদ বাঙ্গাল, মান্নান মনি, আসমা আনসারী মিরু, নাহিদ ইমাম, আবদুল্লাহ সাঈদ, রজত হুদা, রূপা মাহমুদ, পরিমল ঘোষ, পান্না বদরুল প্রমুখ।

উল্লেখ্য, যাদের জন্ম ও স্মৃতিতে কুমারখালী ঐতিহ্যবাহী জনপদ হিসাবে পরিচিতি পেয়েছে তাদের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাউল সম্রাট লালন শাহ, গ্রামীণ সংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথ মজুমদার, ভ্রামণিক গবেষক জলধর সেন, বিষাদসিন্ধু খ্যাত মীর মশাররফ হোসেন, মৌলভী শামসউদ্দিন আহমদ, বিপ্লবী কাজী মিয়াজান, বিপ্লবী বাঘাযতীন, উপন্যাসিক আকবর হোসেন, নাজমুল ইমাম, , মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ গোলাম কিবরিয়া, গীতাকার মাসুদ করিম প্রমুখ। দিনব্যাপী কবিদের স্বরচিত বিভিন্ন করিগণ।

আগামীনিউজ/নাসির