ড. নিম হাকিমের কবিতা

বন্ধু

সাহিত্য ডেস্ক মার্চ ২০, ২০২১, ০৪:৪৮ পিএম
ড. নিম হাকিম। ছবিঃ সংগৃহীত

বন্ধু শোন
কি বলবা বল
তাহলে নিরিবিলি চল।

এখন বল
তাহলে শোন বন্ধু
মন দিয়ে শোন।

চেয়ে দেখ গ্রামে গাছ নেই
পুকুরে মাছ নেই
গোলায় ধান নেই।

ঠিক বলেছ বন্ধু
শিশুর থালায় দুধ-ভাত নেই
চাঁদ ওঠে কিন্তু বাঁশবাগান নেই।

তুমি দেখছি কবি!
কবি নই বন্ধু 
কবিতা লেখা হবি।

বন্ধু কেমন আছ?
ভালো আছি বন্ধু
আজ অন্য কিছু বল।

তাহলে শোন,
মানুষ বাড়ছে
বাড়ছে না জমি।

তাহলে এখন কি করনীয়?
প্রাকৃতিক সম্পদ রক্ষা
সবার জন্য স্মরণীয়।

আগামীনিউজ/নাসির