ড. নিম হাকিমের কবিতা

বড় ঘৃণা হয়

সাহিত্য ডেস্ক জানুয়ারি ২৭, ২০২১, ০৫:৫৭ পিএম
ড. নিম হাকিম। ছবিঃ সংগৃহীত

মানুষ হয়ে মানুষের কাছ থেকে ঘুষ নেয়
দুর্নীতি আর স্বজনপ্রীতি করে
এসব দেখে বড় ঘৃণা হয়।

ইর্ষাকাতর হয়ে মানুষ হত্যা করে
সহজে পার পেয়ে যায় 
তখন বড় ঘৃণা হয়।

মানুষের দুঃখ-দুর্দশায়
মানুষ এগিয়ে আসে না
লোভ-লালসায় মানবতা ভুলে যায়
তখন বড় ঘৃণা হয়।

মিথ্যা বলে প্রতরণা করে
কৃত্রিম সংকটে 
মানুষকে কষ্ট দেয়
তখন বড় কষ্ট হয়।

আগামীনিউজ/নাসির