ড. নিম হাকিমের কবিতা

মানবাধিকার

সাহিত্য ডেস্ক ডিসেম্বর ২৪, ২০২০, ০৬:০৬ পিএম
ড. নিম হাকিম। ছবিঃ সংগৃহীত

মানিবাধিকার

যেখানে নেই কোন

মানুষের স্বাধিকার।

 

ধর্ম আমার বিশ্বাস

তুমি করছো ধূলিসাৎ

তাই বন্ধ হয় নিঃশ্বাস।

 

কে বলবে আমার পক্ষে কথা

তুমিতো বিশ্বের নেতা

বললে চলে যাবে মাথা।

 

যদি আমি না হই উলঙ্গ

হবে তোমার কলঙ্গ

       তোমার ক্ষমতা হবে ভঙ্গ। 

আগামীনিউজ/নাসির