যদি বলেন কবি, ভুল হবে
কারণ আমি নই কবি।
যা দেখি, যা কিছু অনুভব করি
সেটাই লিখি, এতে যদি হয় কবিতা
তাহলে আমি কবি।
আমার কোন কল্পনাশক্তি নেই
কবিতার ছন্দ কিভাবে মিলে
তাও আমি জানিনে
আমার শুধু লেখাটাই জানা।
যা মনে আসে, লিখে রাখি
এদিক-সেদিক মিল করে
বানাতে চাই কবিতা।
ব্যাকরণের কঠিন শব্দ, ভাষার মাধুর্য,
সব মিলিয়ে কবিরা কত সুন্দর লিখে
আমি তাদের কাছে অতি নগণ্য।
বাঙালি হয়েও ভাষা-জ্ঞান নেই
এটা বড় লজ্জার কথা
তবুও কথাগুলো লিখে রাখি
যদি কোনভাবে তা হয়ে যায় কবিতা।