চন্দ্রগ্রহণ
মাসুম আহাদ
উদাসী সুরে, মনের বনে আগুন ধরে
এ কেমন বিনাশী জোছনার রাত
অবিনাশী আলো জুড়িয়ে রুহানিয়াত
বহিছে কান্না, অপেক্ষায় বাড়িয়ে দু'হাত।
আসমান ফোঁড়ে রুপালি আলোর ছবি টা
বিদীর্ণ তিয়ামাতের শরীরে উল্লাসী মোলাকাত।
আবদ্ধ খাঁচায় অতি সুখে দুধে ভাতে উৎপাত।
শমশের কোষ বন্দী, বিলাপী, অপালাপ
দোলনচাঁপা গলিয়ে হাসনাহেনা
রজনীগন্ধা জড়িয়ে মাধবীলতার সংলাপ
সংলাপটির মধ্যমনি বেহুরি হুতোম পেঁচা
ইহা একটি রজনী নয়,
নদীর জলে চাদের আলোর প্রেম প্রলাপ।
ঝিরিপথের দিকে ঝিরিঝিরি হাওয়ায় ভেসে আসা।
ধূসররঙা স্বপ্নের জাল,
কলকল ঢেউ তোলে নদী নৃত্যে মাতাল
স্বপ্নরাই স্বপ্নরাজ্যে হারিয়ে ফেলেছে হাল
বিরলতম প্রজাতির সুখ, এনে দাও মহাকাল
বিনাশী জোছনার দিকে, ঘুড়িয়ে জীবন তরীর পাল।
মনের ঘরে ঝড় তুলেছে কিংবদন্তী চাঁদনী।
পূর্ণ চাঁদে প্রেম ধরেছে গ্রহণ লাগার
আর কি আছে বাকী?
চাঁদের গায়ে হাসি ফুটেছে
প্রেমে পড়লে দোষ কি?
আগামীনিউজ/জেএস