মুখোশ উন্মোচন

মাসুম আহাদ জুন ২০, ২০২০, ১০:৫৪ এএম
প্রতিকী ছবি

মুখোশ উন্মোচন
মাসুম আহাদ

হাসতে হাসতে যায় বেলা
খেলতে খেলতে সাঙ্গ মেলা
এ জীবন সত্যিই কিছু নয়
শুধু মুখোশ মুখোশ খেলা।

কি করে কি হারাই,
ছিঁড়ে সুুতোর খালি নাটাই
নাচি গাই সময় কাটাই
করি শুধুই অবহেলা।

দুঃখ দুঃখ করে খুজি
সদা সুখ-শরাবের পেয়ালা
সুখ সুখ গড়ি প্রাসাদ
কখন ধরে অবসাদ
হারিয়ে প্রশান্তির ভেলা!!!
পাওয়া না পাওয়া,আসা যাওয়া
সত্যিই আজব আজব খেলা।

হাসিমুখ আড়ালে কালোকায় কায়া
হইহুল্লোড়ে নিশ্চুপ নিস্তব্ধতা
নিঃশব্দে বধ করে মায়া।
যায় চলে,যেতে দিতে হয়,
নিগুঢ় নির্মম বাস্তবতার ছায়া।
খাই খাই,চাই চাই,নাই নাই, নাই হায়া।

যা ভাবছি প্রেম,ভালবাসা,সম্প্রদানের দক্ষিনা
আসলে সবই ভুল, ছিল সেটা জনরঞ্জনের দয়া
অপরূপ লাবণ্যে ঐশ্বর্য রাহুগ্রাসের অপয়া
ঠিকে থাকতেই ভনিতা, জয়া কি অজয়া।

আগামীনিউজ/জেএস