যা আছে ‘প্রবাসে মেঘ জ্যোৎস্না’য়

নিজস্ব প্রতিবেদক ‌ ফেব্রুয়ারি ২৪, ২০২০, ১১:০২ এএম

অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে জমির হোসেনের ‘প্রবাসে মেঘ জ্যোৎস্না’প্রবাস দর্পণ বলে মনে হয়েছে। তার লেখায় প্রবাসের সত্যিকারের সংগ্রাম ও জীবন চিত্র ফুটে উঠেছে। যদিও লেখক ইউরোপের অতি উন্নত একটি দেশের প্রবাসী কিন্তু তার লেখাসমূহ সমগ্র প্রবাসীদের মনের অব্যক্ত কথামালা ফুটে উঠেছে। বই মেলার চৈতন্য প্রকাশনীর ২৫০/২৫১ নং স্টলে পাওয়া যাচ্ছে বইটি।

বিভিন্ন সমস্যার কথা তিনি তুলে ধরার পাশাপাশি সেসবের প্রতিকার নিয়েও কথা বলেছেন। তাছাড়া প্রবাসের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সম্ভাবনা কীভাবে কাজে লাগানো যায় তার সুনির্দিষ্ট পরামর্শ রয়েছে তার লেখাতে। 

আগামীনিউজ/হাসি