ডিবি অফিসের পানির ট্যাংকে রক্ত...ফের জামসেদ নাজিম

নিউজ ডেস্ক ফেব্রুয়ারি ১২, ২০২০, ১১:৫৮ এএম

ঢাকা : ডিবি অফিসের পানির ট্যাংকিতেই পাওয়া গেছে খুন হওয়া শীর্ষ সন্ত্রাসীর রক্ত। রহস্য উদঘাটনের দায়িত্ব পেয়েছেন ডিবি অফিসার। সফল অভিযানের জন্য ডিবি পাড়ায় তার সুনাম অনেক। কিন্তু এ কাণ্ডে সন্দেহভাজন হিসেবে তাকেই গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

কে এই কর্মকর্তা? নায়ক, নাকি খলনায়ক? সন্ধান মিলেছে, ফেসবুকে নায়িকাও রয়েছে তার! সেই সুন্দরি নিয়ে দুই বন্ধুর দ্বন্দ, অবৈধ টাকায় গাড়ি, এক পর্যায়ে নায়িকার আত্মহত্যার চেষ্টা।

তাহলে খুন হওয়া সন্ত্রাসী কে? এর জট খুলতে ফের কলম হাতে নিয়েছেন, সাংবাদিক জামসেদ নাজিম। অফিসে, নারীর শরীর, বেডরুম, হাসপাতাল, পাহাড়, মহাসড়ক ও ঘিঞ্জি গলিতে চলে প্রখর পর্যবেক্ষণ ক্ষমতার এই লেখকের কলম।

‘আবেগের জলডুবি’ শিরোনামে ঘটনার বিবরণ লিখেছেন তিনি। হ্যাঁ পাঠক, এটি একটি উপন্যাসের শিরোনাম।

বাংলাদেশের অনিন্দ্য প্রকাশনা থেকে ‘আবেগের জলডুবি’ প্রকাশিত হয়েছে। এর প্রচ্ছদ অঙ্কণ করেছেন, ধ্রুব এষ। অমর একুশে গ্রন্থমেলায় প্যাভিলিয়ন-৩১-এ প্রথম দিন থেকে পাওয়া যাচ্ছে উপন্যাসটি। এছাড়াও রকমারি.কম, বইবাজারসহ বিভিন্ন অনলাইন বুক শপেও পাওয়া যাচ্ছে।

উপন্যাসের নামটি এরকম রাখা হল কেন? সেটা জানতে হলে উপন্যাসটিকে অবশ্যই ভালোবেসে সংগ্রহ করতে হবে এবং দ্রুত পড়ে শেষ করতে হবে।

এর উপসংহারে যে মোচরটি অপেক্ষা করেবে সেটা প্রথমে কোনো ভাবেই আন্দাজ করতে পারবেন না। যা উপন্যাসটিকে প্রচন্ডভাবে মনোগ্রাহী করে তুলবে।

এর প্রতিটি পর্বে আপনার মনে উকি দেয়া প্রশ্ন ও জিজ্ঞাসার উত্তর পাবেন। পড়তে শুর করলে চোখের সামনেই উঠে আসবে চরিত্র ও জিজ্ঞাসার ফল। বৈচিত্র্যময় ঘটনার স্বাদ নিতে হলে ডুবতে হবে তার লেখা ‘আবেগের জলডুবিতে’।

জামশেদ নাজিম পেশায় একজন সাংবাদিক। বেসসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল জিটিভিতে কর্মরত আছেন। সাংবাদিকতার পাশাপাশি নিজেকে লেখক হিসেবেও প্রতিষ্ঠিত করছেন। তার লেখা উপন্যাস 'একটি গল্পের গল্প’ পেয়েছে পাঠকপ্রিয়তা। যার অসমাপ্ত অংশ নিয়েই উপন্যাস, ‘আবেগের জলডুবি’। মূলত সাংবাদিকতায় চলতি পথের বিচিত্র অভিজ্ঞতা থেকেই এই উপন্যাসের রসায়ন।

আগামীনিউজ/জুনায়েদ/রাফি/সবুজ