ঢাকা: সবার জন্যই বেশ অস্বস্তিকর ত্বকের অবাঞ্ছিত লোম। বিশেষ করে মুখের ত্বকের লোম। গালের দুপাশে, কপালে এবং নাকের নিচের এ লোম আপনাকে বেশ লজ্জায় ফেলে।
অনেকেই এর থেকে রেহাই পেতে ছুটে যান পার্লারে। বিভিন্ন উপায়ে দূর করে থাকেন। তবে রাসায়নিক এসব হেয়ার রিমুভার বা লেজারের রয়েছে মারাত্মক পার্শ প্রতিক্রিয়া।
আপনি খুব সহজে বাড়িতে বসেই প্রাকৃতিক ভাবে করতে পারেন এর সমাধান। জেনে নিন কীভাবে করবেন-
এর জন্য একটি ডিমের সাদা অংশ নিয়ে নিন। ভালোভাবে ফেটিয়ে ১ চা চামচ চিনি, আধা চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি আপনার পরিষ্কার এবং শুকনা ত্বকে লাগিয়ে নিন। হালকা শুকিয়ে আসলে আবারো লাগান। এভাবে তিন স্তরে প্যাকটি লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলুন। ভালো ফলাফলের জন্য সপ্তাহে ২ বার ব্যবহার করুন।
ডিমের সাদা অংশে প্রোটিন রয়েছে। যা ত্বকে পুষ্টি যোগায়। এছাড়াও এটিতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং এন্টিসেপটিক বৈশিষ্ট্যও রয়েছে। যা ত্বককে ব্যাকটেরিয়া মুক্ত রাখতে সহায়তা করে।
আগামীনিউজ/নাঈম