বঙ্গবন্ধু মেডিকেলের অনাবাসিক ডাক্তারদের বকেয়া পরিশোধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক জুলাই ৫, ২০২৩, ০৩:১৪ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের দেড় হাজার অনাবাসিক চিকিৎসককে বকেয়া বেতন-ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের গত ৯ মাসের বেতন-ভাতা পরিশোধ করতে বলা হয়েছে।

বুধবার (৫ জুলাই) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মো. মনির উদ্দিন। 

এর আগে গত ২৫ জুন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনাবাসিক চিকিৎসকদের ভাতা দিতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের চিঠি দেন আইনজীবী মো. মনির উদ্দিন। চিঠিতে বলা হয়, গণমাধ্যমে সংবাদ পড়ে জানতে পারি যে, শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনাবাসিক চিকিৎসকদের ৯ মাসের ভাতা বকেয়া রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ভাতার সব টাকা দেওয়া হয়েছে, অথচ বিএসএমএমইউ উপাচার্য বলেছে তাদের কাছে কোনো তহবিল নেই। ফলশ্রুতিতে অনাবাসিক চিকিৎসকরা মানবেতর জীবন-যাপন করছেন। যা সম্পূর্ণ মানবতা বিরোধী কার্যকলাপ। অবস্থা বিবেচনা করে অনাবাসিক চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ সব বকেয়া ভাতা পরিশোধের আবেদন জানানো হয়। কিন্তু আবেদনে সাড়া না পাওয়ায় ২৬ জুন হাইকোর্টে জনস্বার্থে রিট করেন আইনজীবী মনির উদ্দিন। 

বুইউ