ঢাকা-১৭ উপ-নির্বাচন

হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন তারিকুল

নিজস্ব প্রতিবেদক জুন ২৬, ২০২৩, ১২:৩৭ পিএম

ঢাকাঃ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৬ জুন) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৬ জুন) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে তারিকুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ওজি উল্লাহ। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারি ও শাহ মো. বাবর।

বিষয়টি জানিয়েছেন রিটকারীর আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, গতকাল আমরা মনোনয়নপত্র ফেরত চেয়ে রিট করেছি। আজকে শুনানি করে আদালত এই আদেশ দেন।

আজিম উদ্দিন বলেন, গত ১৮ জুন তারিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। কমিশনের যুক্তি আমার মক্কেল শতকরা এক ভাগের কম ভোটারের স্বাক্ষর নিয়ে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করেছে। যেটি সত্য নয়। শর্ত অনুযায়ী আমরা শতকরা এক ভাগ মতে ৩২৭০ জন ভোটারের স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দিয়েছি৷ তারপরেও নির্বাচন কমিশন আমার মক্কেলের মনোনয়নপত্র বাতিল করে। আমরা আপিলও করেছি গত ২১ জুন। সেটিও খারিজ করে দেওয়া হয়েছে। সেই খারিজাদেশের বিরুদ্ধে রিট করেছিলাম হাইকোর্টে। আজকে আদেশ পেলাম।

রিটে বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচন কমিশনের সচিব, ও স্থানীয় রিটার্নিং কর্মকর্তাকে।

সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন হচ্ছে। ভোটে যিনি জয়ী হবেন, তিনি কয়েক মাসের জন্যই কেবল সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন।

বুইউ