ডেঙ্গু নিধনে ব্যর্থতা ও দায়ীদের চিহ্নিত করতে ১ মার্চ পর্যন্ত সময়

নিজস্ব প্রতিবেদক ‌ জানুয়ারি ২১, ২০২০, ১২:২২ পিএম

২০১৯ সালে ঢাকাজুড়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতার কারণ এবং দায়ীদের চিহ্নিত করতে এ সংক্রান্ত বিচার বিভাগীয় তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করতে আগামী ১ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিচারপতি তারিক উল হাকিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে তদন্ত প্রতিবেদন দাখিলে দুই মাস সময় চেয়ে আবেদন করেন কমিটির প্রধান ঢাকার জেলা জজ হেলাল চৌধুরী। সে আবেদনের শুনানি নিয়ে আদালত ১ মার্চ পর্যন্ত প্রতিবেদন দাখিলে সময় বেঁধে দিলেন।

এর আগে ২০১৯ সালের ১২ নভেম্বর এক আদেশে ঢাকা জেলা জজের নেতৃত্বে দুই সদস্যের বিচার বিভাগীয় কমিটিকে বিষয়টি তদন্ত করতে নির্দেশ দেন হাইকোর্ট। কমিটির অপর সদস্য হলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নিচে নয় এমন একজন কর্মকর্তা। এই কমিটিকে গত ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছিল।

এর আগে ২০১৯ সালের ১৪ জুলাই আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এক আদেশে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ বিস্তাররোধে ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে ঢাকার দুই মেয়রসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন আদালত।

আগামীনিউজ/আপি/হাসি/এনএনআর